Loading...
Banner Image

About

Me

Atiya Akter Anisha (born April 2, 1999) is a celebrated Bangladeshi playback singer known for her soulful voice and dynamic vocal range. She earned national acclaim by winning the Bangladesh National Film Award for Best Female Playback Singer for her performance in the song "Ei Shohorer Pothe Pothe" from the 2022 film Payer Chhaap. With a growing legacy in the music industry, Anisha continues to captivate audiences through her passion, artistry, and powerful stage presence.

Career

Anisha's Musical Journey Anisha's journey into music gained momentum when she emerged as a finalist on the popular reality show Shera Kontho 2017. She further showcased her vocal talent on Zee Bangla Sa Re Ga Ma Pa, a renowned music competition loved by Bengali-speaking audiences. Her heartfelt rendition of "Behaya Mon", originally composed by Chishti Baul, resonated deeply with listeners and became a fan favorite. She began her playback singing career in 2019 and quickly rose to prominence in the Bangladeshi music scene. In recognition of her exceptional performance in the song "Cholo Niralay" from the film Poran, Anisha was honored with the Meril Prothom Alo Award (2022) and the Ananda Lahari Award, both celebrating her as the Best Female Playback Singer.

Film

Soundtracks

Year Film Song Lyricist Co-Singer(s)
2019 Jodi Ekdin "Jodi Ekdin" Robiul Islam Jibon
2019 Jodi Ekdin "Chup Kotha" Jounik Hoque Imran Mahmudul
2020 Shahenshah "Tui Ami Chol" Snehasish Ghosh
2022 Paap Punno "Tor Sathe Namlam Re Pothe" Ishtiaq Ahmed Emon Chowdhury
2022 Poran "Cholo Niralay" Jony Hoque Ayon Chaklader
2022 Din–The Day "Toke Rakhbo Khub Adore" Snehasish Ghosh Imran Mahmudul
2023 Shatru "Priya Re Priya" Zahara Mitu & Hridoy Shawon Gaanwala

আত্মপ্রকাশ

সংগীতযাত্রার শুরু

আমি আতিয়া আক্তার আনিশা। আমি বাংলাদেশের একজন জাতীয় সংগীতশিল্পী হিসেবে গর্বিতভাবে পরিচিত। ছোটবেলা থেকেই গান ছিল আমার স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে আমি নিরলস পরিশ্রম করে চলেছি।

আমার ছোটবেলায় আমার বাবার একটি অডিও ক্যাসেটের ব্যবসা ছিল। সেই দোকানে অনেক গুণী শিল্পী আসতেন। তাঁদের সঙ্গে বাবার ভালো সম্পর্ক ছিল, আর সেই পরিবেশে আমি বড় হয়েছি।

আমার মা-ই ছিলেন প্রথম ব্যক্তি যিনি খেয়াল করেন, আমি আল্লাহর দেওয়া এক অসাধারণ কণ্ঠের অধিকারী। তিনি সব সময় বলতেন, “তোর গলায় আল্লাহর দেয়া একটা অনন্য জাদু আছে।” তাঁর উৎসাহ, বিশ্বাস এবং ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।

মাত্র ৫ বছর বয়সে আমার গানের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, যা আমার আত্মবিশ্বাস ও গানের প্রতি ভালোবাসা গভীর করে।

🔹 ২০০৮: চ্যানেল আই “খুদে গানরাজ” প্রতিযোগিতায় অংশগ্রহণ – এটি ছিল সংগীত যাত্রার প্রথম বড় মাইলফলক।
🔹 ২০১৭:সেরা কণ্ঠ” প্রতিযোগিতায় টপ ফাইনালিস্ট – এরপর চ্যানেল আইয়ের একজন আর্টিস্ট হিসেবে যুক্ত হই।
🔹 ২০১৮: ওপার বাংলার “সা রে গা মা পা”-তে বাংলাদেশ থেকে নির্বাচিত ৭ জনের মধ্যে একজন। লোকগান গেয়ে টপ ২০-এ জায়গা করে নিই।

এরপর শুরু হয় প্লেব্যাকের নতুন অধ্যায় —
২০১8 সালে আমার প্রথম সিনেমার গান “চুপ কথা”, সিনেমা “যদি একদিন”-এ কণ্ঠ দিই।
একই বছর “শেহেনশাহ” সিনেমায় “তুই আমি চল” গান গাই, যেখানে নায়ক ছিলেন শাকিব খান

২০১৯: আমি “খুদে গানরাজ”-এ একজন গ্রুমার হিসেবে যুক্ত হই—যেখানে একসময় আমি নিজেই একজন প্রতিযোগী ছিলাম।

জাতীয়

চলচ্চিত্র পুরস্কার

“এই শহরের পথে পথে” গানটির জন্য সেরা নারী গায়ক হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হই। গানটি ছিল “পায়ের ছাপ” সিনেমায় একজন দাদির কণ্ঠে গাওয়া – নারীর সংগ্রাম আর আশার প্রতীক।

🎗 অন্যান্য অর্জনসমূহ: Channel i Music Award (২০২২) BABISAS Award (২০২২) TRAB Award, AJFB Star Award, এবং ধারাবাহিকভাবে “আলোকিত নারী সম্মাননা (২০২৩–২০২৫)”

সম্মান

আন্তর্জাতিক

২০২৪ সালে নিউইয়র্কে আয়োজিত ২২তম ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কার-এ “সেরা নারী গায়ক” হিসেবে সম্মানিত হই। প্রবাসী বাঙালিদের ভালোবাসা ও স্বীকৃতি ছিল এক আবেগঘন মুহূর্ত।

🎵 সাম্প্রতিক কাজ: ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত “জংলি” সিনেমার গান “জনম জনম” জনপ্রিয়তা অর্জন করে। আমি এই গানটির জন্য ৪র্থ Biga Award-এ মনোনয়ন পেয়েছি।

আমার স্বপ্ন একটাই—এই গানভিত্তিক যাত্রা যেন কখনো থেমে না যায়। আমি চাই একদিন বাংলাদেশের একজন প্রকৃত গুণী সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে।